Eid Melaবাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ কালগেরী’র পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছাবছর ঘুরে আরো একবার আমাদের সামনে খুশির সম্ভার নিয়ে হাজির হচ্ছে ঈদ-উল-ফিতর। এই খুশিকে ভাগ করে নিতে ক্যালগেরী’র বাংলাদেশীদের জন্য আয়োজন করা হয়েছে “ঈদ মেলা।“

 

আসন্ন ঈদ’কে সামনে রেখে আগামী শুক্রবার, ১লা জুলাই থেকে মঙ্গলবার, ৫ জুলাই পর্যন্ত বাংলাদেশীদের মিলনকেন্দ্র “বাংলাদেশ সেন্টারে” এই ঈদ মেলার আয়োজন করা হবে বর্ণাট্য এই আয়োজনে ক্যলগেরীতে বসবাসরত বাংলাদেশীরা আমাদের দেশিও ঐতিহ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলিতে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, ছেলেদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক, অলঙ্কার, ইত্যাদি পাওয়া যাবে। এছাড়াও থাকবে মেহেদি সন্ধ্যা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বিনামূল্য থাকছে মেহেদি দেবার বাবস্থা।কোন প্রবেশমূল্য ছাড়াই বিদেশের মাটিতে দেশিও ঈদের একটু ছোঁয়া দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। চাঁদ রাতের জন্য আছে বিশেষ আয়োজন।

 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ কালগেরী’র পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাদের পদচারনায় মুখরিত হোক আমাদের এবারের ঈদ মেলা।

 

মেলার সময় সুচিঃ

১লা জুলাই (শুক্রবার) - বিকাল ৫ টা থেকে রাত ১১ টা

২ জুলাই (শনিবার) - দুপুর ১২ টা থেকে রাত ৯ টা

৩  জুলাই (রবিবার) - দুপুর ১২ টা থেকে রাত ১১ টা

৪  জুলাই (সোমবার) - বিকাল ৫ টা থেকে রাত ১১ টা

৫ জুলাই (মঙ্গলবার) - বিকাল ৫ টা থেকে রাত ১১ টা    *(চাঁদ দেখা সাপেক্ষে)